বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগে আরএফএলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ: অনুমতি না নিয়ে একজন আলোকচিত্রীর ছবি বিজ্ঞাপনে ব্যবহার করায় আরএফএল গ্রুপের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এই আদেশ দেন। তিনি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন পিবিআইকে। আদালতের পেশকার গৌতম চন্দ্র দাস বলেন, আগামী ২৭ অগাস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। কপিরাইট আইন লঙ্ঘন করে তার তোলা ছবি ব্যবহারের অভিযোগে আরএফএল গ্রুপের বিরুদ্ধে আদালতে অভিযোগটি করে ফোকাস বাংলার ফটো সাংবাদিক আবদুল গনি। আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীসহ তিনজনকে বিবাদী করেন তিনি। অন্য দুজন হলেন আরএফএল প্লাস্টিক লিমিটেডের বিপণন ও বিজ্ঞাপন বিভাগের প্রধান এস এম আরাফাতুর রহমান এবং কোম্পানি সচিব মো. আমিনুর রহমান। বাদীর আইনজীবী দুলাল মিত্র সাংবাদিকদের বলেন, গত ৮ এপ্রিল কোটা সংস্কারের আন্দোলনের সময় তার তোলা একটি ছবি বাদীকে না জানিয়েই আরএফএল এর প্লাস্টিকের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। গত ১৯ এপ্রিল আরএফএল প্লাস্টিকের ফেইসবুক পাতায় বিজ্ঞাপন আকারে ওই ছবি পোস্ট করা হয়েছিল। বিজ্ঞাপনে ব্যবহারের সময় একটি বার্তাও দেওয়া হয়, যাতে লেখা ছিল- ‘সব পরিস্থিতিতে আমাদের পণ্যগুলোর স্থায়িত্বের উপর নির্ভর করার জন্য আপনাকে ধন্যবাদ’। ছবিটির সম্পূর্ণ স্বত্ব ও অধিকার সম্পূর্ণ বাদীর দাবি করে অনুমতি না নিয়ে ছবিটি বিজ্ঞাপনে ব্যবহারে অভিযোগ তুলে আদালতে যান গনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর