বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ভুয়া পুলিশ আটক

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী এক যুবককে আটক করেছে তালা থানা পুলিশ। যুবকের নাম মাতলুব হোসেন লিওন(২৬)।

রবিবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে তালা উপজেলার আটারই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে তালা উপজেলার আটারই গ্রামের জামাল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, লিয়ন দীর্ঘদিন যাবৎ পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছিল। তার নামে রয়েছে একাধিক ফেসবুক এ্যাকাউন্ট। একটি ফেসবুক এ্যাকাউন্টে সে পরিচয় দিয়েছে, সে বাংলাদেশ পুলিশ সদস্য, অন্য একটিতে পরিচয় দিয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সদস্য।

সে পুলিশের পরিচয় ব্যবহার করে অসচেতন মানুষদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে চলছিল। তার নামে একাধিক নারী কেলেঙ্কারী ও ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, ‘লিয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর