শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

ঈদের দিনে দু:সংবাদ বরিশালবাসীর…

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১২৪ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, বরিশালঃ বছর গুরেই আসে মুসলমানদের বড় উৎসব পবিত্র ঈদ উল-ফিতর। আর দৃর্ঘ ১ মাস সিয়াম স্বাধনার পর কেমন হবে ঈদের দিনের আবহাওয়া ? এ নিয়ে চিন্তার যেন কোন কমতি থাকেনা কারো ধনী-গরিব, ছোট-বড় কারো মাঝে। আবহাওয়াও কি বিরূপ আচরণ করবে ঈদ-আনন্দে মেতে থাকা সবার সাথে? দু: সংবাদ হচ্ছে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের দিনও বৃষ্টিপাতের সম্বাবনা রয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার জানান- যদি এ বছর রমজান ২৯ টা হয় তাহলে ১৬ জুন শনিবার ঈদ হবে। সেক্ষেত্রে সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত লগুচাপ বিরাজ করতে পারে। তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ, এবং গতি ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বায়ুর চাপ হতে পারে ১ হাজার ( HPA )। ঈদের দিন বেলা ১২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত বাতাসের অাদ্রতা ৬৯ শতাংশ থাকতে পারে। তাপমাত্রা হহতে পারে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধার পরে আকাশ কিছুটা পরিস্কার থাকতে পারে বলে জানান এই কর্মকতা। তবে সকালের দিকে বৃস্টির পরিমান বেশি থাকতে পারে। সেক্ষেত্রে বর্তমান দিনগুলো থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে ঈদের দিনটায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর