বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা পুলিশের

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১১৮ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ যে খানে মাদক সে খানে প্রতিরোধ বরিশালের আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলো আগৈলঝাড়া থানা ওসি তদন্ত আবুল খায়ের। রবিবার বিকেলে বরিশার জেলার আগৈলঝাড়া থানা পয়সারহাট বন্ধর এলাকায় কমিউনিটিন পুলিশিং মাদক বিরুদ্ধি পথসভায়। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে মাদক বিরুদ্ধি সভায় বক্তরা বলেন, মাদক সেবন কারি ও বিক্রেতাদের সাথে কোন প্রকার অপোষ নেই। আগৈলঝাড়া থেকে মাদক নিমূল করতে যতো কঠোর হওয়া দরকার তা হবে প্রসাশন। মাদর সেবন কারি ও বিক্রেতাদরে হুসিয়ারি দিয়ে বলেছেন আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলবো মাদকের বিরুদ্ধে। এসময় সভায় বক্তব্য রাখেন, ওসি তদন্ত আবুল খায়ের, এসআই মো. মফিজুর রহমান, এসআই দেলোয়ার হোসেন, স্থানিয় ব্যবসায় ইলিয়াছ কাঞ্চন শিকদার, আব্দুর রাজ্জাক শেখ, মো. রাশেল শিকদার, মো. শাহিন বখতিয়ার, বাকাল ইউপি সদস্য সোবাহান শিকদার, এনজিও কর্মকর্তা অশিম দাস প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর