নিজস্ব প্রতিনিধিঃএশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে হারিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার অবিস্মরণীয় এই জয়ের পর এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি গুরুত্বপূর্ণ বিজয়। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নকে এ জয় আরো তরান্বিত করবে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত রাখবে।
পৃথক এক অভিনন্দন বার্তায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্ব প্রমীলা ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে প্রমীলা ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল অনন্য নজির সৃষ্টি করেছে।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ আ স ম ফিরোজও নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।