বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১২১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক সৈয়দ মোস্তাক হাসান, বিএসটিআই’র আঞ্চলিক পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মাসুদুর রহমান রিংকু, রাজশাহী পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। এসময় রাজশাহীর বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর