রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীতে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পাংশা উপজেলার মেঘনা ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
ইউপি সদস্য মো. আব্দুল মাজেদ মণ্ডল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ বলেন- রোববার সকালে রাস্তার পাশে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।