শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন

ইতিহাস গড়ল টাইগ্রেসরা

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে হারাল টাইগ্রেসরা। ভারতের সংগ্রহ ১১২ রানকে চেজ করে ৩ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

এর আগে গতকাল মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে  টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সালমা খাতুনের দল।চতুর্থ ওভারেই ভারতীয় ওপেনার স্মৃতি মন্দনাকে(৭) রান আউট করেন সালমা। ভারতের রানের চাকাও শুরুতে ভালোই আটকে রাখে বাংলাদেশ। প্রথম৫ ওভারের মধ্যে ২৩টি বলই ‘ডট’ দিয়েছে বোলারেরা। রান তোলার চাপে পড়ে সপ্তম ওভারে দীপ্তি শর্মাকেও (৪) ব্যাটিং ক্রিজ থেকে হারিয়ে ফেলে ভারত। আর তাকে সরাসরি বোল্ড আউট করেন জাহানারা। ভারতের স্কোর তখন ছিলো ৬.৪ ওভারে ২ উইকেটে ২৬। এখান থেকে ৬ রানের ব্যবধানে ভারতের আরো ২টি উইকেট তুলে নিয়েছে মেয়েরা। সাত, আট ও নয় এই তিন ওভারে ৩ উইকেট হারিয়ে অনেকটা মেরুদ-হীন হয়ে পড়ে ভারত। দীপ্তি ফিরে যাওয়ার পরের ওভারেই ওপেনার মিতালি রাজকে (১১) তুলে নেন খাদিজা। নবম ওভারে আনজুয়া পাতিল (৩) আউট হয়েছেন নিজের কৃতকর্মের মাশুল গুণে। ৮.২ ওভারে রান নিতে গিয়ে নিজের প্রান্তে ফেরার সময় উইকেটরক্ষকের থ্রো দেখে তিনি উইকেট ঢেকে দৌড়ান। সালমারা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করলেও মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। কিন্তু থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। ১৩তম ওভারে ভেদা কৃঞ্চমূর্তিকেও তুলে নেন অধিনায়ক সালমা। তাকে বোল্ড আউট করেন এই স্পিনার। ১৫তম ওভারে ২ উইকেট তুলে নেন রুমানা আহমেদ। দ্বিতীয় বলে তাকে ডাউন দ্য উইকেট এসে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তানিয়া ভাটিয়া। তিন বল পর শিখা পা-কে শামীমা সুলতানার ক্যাচে পরিণত করেন রুমানা।

১১৩ রানের লক্ষ্যে টাইগ্রেসদের পক্ষে ব্যাট করতে নামে শামিমাও আয়েশা।কিন্তু পুনম যাদভের ইস্পিনে প্রথমেই ১৭ রানে আয়েশা রহমান আর পরের বলে ১৬ রানে শামিমা সুলতানা সাজঘরে ফেরেন।আবারও টাইগ্রেস শিবিরে পুনমের আঘাত তার ইস্পিন ঘূর্ণিতে ক্যাচ তুলে দিয়ে দলীয় ৫৬ রানে ফিরে গেলেন ফারজানা।১৪ তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান।গোস্বামির ১৫ তম ওভারে ১৬ রান নিয়ে দলকে অনেকটা এগিয়ে রাখল টাইগ্রেসরা।আবারো নিগার সুলতানাকে শিকার করলেনপুনম যাদভ।১৪ তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান।গোস্বামির ১৫ তম ওভারে ১৬ রান নিয়ে দলকে অনেকটা এগিয়ে রাখল টাইগ্রেসরা।আবারো নিগার সুলতানাকে শিকার করলেন পুনম যাদভ ।দলীয় ৯৬ রানে হারমান প্রিতি কউরের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে গেলেন ফাহিমা খাতুন।১৯ তম ওভারে আবারও হারমান প্রিতি কউরের বলে ফিরলেন সানজিদা।অসচেতনতায় রান আউট হলেন রুমানা।শেষ বলে ২ রানের টানটান উত্তেজনক ম্যাচে জিতল টাইগ্রেসরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর