শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

মোবাইল কেড়ে নিল যুবকের প্রাণ

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কে ট্রাকচাপায় সুজন হোসেন (২৬)নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের যাদবপুরে তুলি সিনেমা হলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত সুজন হোসেন উপজেলার যাদবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সুজন সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় নাভারন আনসার ক্যাম্প-সংলগ্ন তুলি সিনেমার কাছে পেছন দিক দিয়ে আসা মাটিবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এক জন পথ যাত্রী জানান ট্রাক চালক এক হাত দিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন এ জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পথেই মারা যান সুজন।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক পলিটন মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর