পাবনা প্রতিনিধি : ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বিএনপি-জামাত সরকার রেল সম্পদকে ধ্বংস করে দিয়েছিল। রেল বিক্রি করার চক্রান্ত হয়েছিল। যাত্রীসেবা ও সড়ক পরিবহণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু এদেশকে সোনার বাংলা করার ঘোষণা দিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি উন্নত জাতি আমাদের উপহার দিতে যাচ্ছেন।
তিনি আরও বলেন, একসময় রেলওয়ে শ্রমিকদের মধ্যে হতাশা ছিল, এখন রেলওয়ে শ্রমিকদের জীবনমান অধিকতর উন্নত হয়েছে।
শনিবার রাতে ঈশ্বরদী লোকোসেডে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান ও পাকশীতে আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের আবহাওয়া অনুকূল পরিবেশ রয়েছে ব্রড গেজ রেলওয়ে লাইন স্থাপনে। শেখ হাসিনা সরকার সারাদেশে ব্রড গেজ লাইন স্থাপন করছে। পর্যায়ক্রমে সকল মিটারগ্রেজের পাশাপাশি ব্রড গেজ লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিয়াম সাধনার পাশাপাশি দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকারকে আবার জয়যুক্ত করুন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারমান মখলেছুর রহমান মিন্টু, জাতীয় শ্রমিক লীগঈশ্বরদী শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানসহ তিন হাজার মুসল্লী ইফতারে যোগ দেন।