শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন

কবিতাঃবিদেশের কষ্ট

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিদেশের কষ্ট
মোঃসোহেল রানা

দূর বিদেশে আছি মাগো,
টাকা আয়ের জন্য৷
সবার মুখে তুলে দিতে,
তিন বেলা রোজ অন্ন৷

মরু-ভূমির সূর্য মাগো,
দয়া নাই তার মনে৷
দূ-চোখ আমার লড়াই করে,
তপ্ত বালুর শনে৷

গ্রাম বাংলার শ্যামল মায়া,
এখানে না জুটে৷
মরু-ভূমির লো হাওয়া,
বিষণ বেগে ছুটে৷

তোমার কাছে থাকতে মাগো,
অলস ছিলাম আমি৷
এখন বুঝি কর্ম জীবন,
কেন এত দামী?

কষ্ট করে টাকা পাঠাই,
জীবন আমার ধন্য৷
সবার মুখে তুলে দিতে,
তিন বেলা রোজ অন্ন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর