শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

কমলাপুর স্টেশন থেকে ঈদযাত্রা শুরু

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঘরমুখো হাজারো মানুষ নিয়ে ঈদের প্রথম ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। যাত্রার প্রথম দিনেই ছিলো উপচেপড়া ভিড়। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ঈদযাত্রা শুরু হয়।

রোববার সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে।

এদিন কমলাপুর স্টেশনে ট্রেনে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হন। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে যাত্রীদের অনেকেই ছাদে চড়ে বসেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে তারা ছাদে চড়ে গন্তব্যের দিকে যেতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর