দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ জুন) দিনগত রাত থেকে রোববার (১০ জুন) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মাহমুদা খাতুন জানান, চলমান মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় আটকৃতদের কাছ থেকে ১ হাজার ৫৬ পিস ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল, ২৫ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ভাবে ১০টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরের তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সদস্য মাহমুদা খাতুন।