চিঠিটা যখন পড়েচিলাম
এম,এ,সালাম
প্রদীপের আলোতে যখন-
তোমার হস্ত লিখিত,
শেষ চিঠিটা পড়েছিলাম
সব দৃষ্টি কেড়ে নিয়েছে।
যতই এগিয়ে যাই ততই-
আবেগ প্রসরিত হয়,
মন চায় শুধু পড়ি আর পড়ি
ভাললাগা ফুরায় না।
শেষ প্যাড়া যখন পড়িতেছি-
প্রদীপের তৈল ফুঁড়িয়ে গেছে,
নিভু নিভু করে জ্বলছে
মন বলছে প্রদীপ নিবে যাবে।
কিন্তু পড়া হইল না শেষ-
শুধু আবেগ সম্মিলিত কষ্ট,
বহিতেছে প্রতি রন্ধ্রে রন্ধ্রে
শিরা থেকে উপশিরায়।
চিঠিটা বুকে চেপে ধরে-
কষ্টের ঢালা ভর্তি বোঝা নিয়ে,
শুয়ে পড়েছি বিছানার কোলে
অপেক্ষার প্রহর গূনছি।
কখন রবির আলো পূর্ব গগণে-
ঝলমল করে জ্বলবে,
আর অসমাপ্তি শব্দগুলো পড়বো
মনের শেষ ইচ্ছেটা পূরণে।
০৮-০৬-১৮