বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন

চিংড়ি খিচুড়ি

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক:চিংড়ি খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুজে পাওয়া দায়। বেশির ভাগ সময় দেখা যায় চিংড়ি খিচুড়ির সঙ্গে আমরা গরুর মাংস বা মুরগির মাংস খেয়ে থাকি। পাঠকের জন্য থাকছে ভিন্ন স্বাদের চিংড়ির ভুনা খিচুড়ি রেসিপি…

উপকরণ :

– চিংড়ি মাছ আধা কেজি

– পোলাওর চাল দুই কাপ

– মসুর ডাল আদা কাপ

– মুগ ডাল এক কাপ

– তেল পরিমাণ মতো

– ডিম একটি

– আদা বাটা ২ টেবিল চামচ

– হলুদ গুঁড়া ২ টেবিল চামচ

– মরিচ গুঁড়া ২ টেবিল চামচ

– লবণ পরিমাণ মতো

– পানি পরিমাণ মতো

প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে হবে। চিংড়িগুলো আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। চাল জল আধা সিদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। ঢাকনা খুলে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর