শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন

বরিশালে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃনির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন এলাকায়। দলের মনোনয়ন পেতে তোড়জোড় চলছে প্রার্থীদের মধ্যে। প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যেও হচ্ছে আলোচনা। আর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তারা।

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন কমিশন তারিখ ঘোষণার পর থেকেই গুঞ্জন চলছে প্রার্থী নিয়ে।

তবে, এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হবে। ভোটের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে মহানগর আওয়ামী লীগ।

বর্তমান মেয়র ছাড়াও বিএনপিতে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে, কৌশলগত কারণে এখনই মুখ খুলতে নারাজ দলের নেতারা।

সুষ্ঠু পরিবেশে সঠিক সময়ে নির্বাচন হবে বলে আশা নাগরিক সমাজের প্রতিনিধিদের।

আর ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণসহ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এবার নগরীতে ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন যা গতবারের তুলনায় ৩০ হাজার ৭০২ জন বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর