রকমারি ডেস্ক:চিন্ময়ী ও মৃন্ময়ী, জমজ দুই বোন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোটে তাদের বাড়ি। জন্ম সময়ের পার্থক্য পনেরো মিনিট। তবে জীবনের বড় পরীক্ষায় একই নম্বর পেলেন দু’বোন।
তারা মঙ্গলকোটের ক্ষীরগ্রাম শ্রী যোগাদ্যা বাণীপীঠের ছাত্রী। উচ্চ মাধ্যমিকে দুজনেই একই নম্বর ৪০১ পেয়েছেন। ভূগোলেও দু’বোনের নম্বর ৮০।
তারা ছোট থেকেই একই সঙ্গে স্কুলে যান, একই সঙ্গে পড়তে বসেন। স্কুলেও বরাবর কাছাকাছি নম্বরই পান তারা। বাবা ভূতনাথ ঘোষের সামান্য কয়েক বিঘা জমি রয়েছে। দু’কামরার ঘরে চার মেয়ে এক ছেলেকে নিয়ে সংসার ঘোষ দম্পতির।
তিনি জানান, দুই মেয়েকে আলাদা করে গৃহশিক্ষকও দিতে পারেননি। স্থানীয় দুই শিক্ষকই বিনা বেতনে সমস্ত বিষয় দেখিয়ে দিতেন দুই বোনকে।
চিন্ময়ী, মৃন্ময়ীর মা রীনাদেবী বলেন, ‘ওরা একই সঙ্গে পড়তে বসে। একই সঙ্গে খাওয়া, স্কুলে যাওয়া সবই। দুজনের এত ভাব যে কেউ কাউকে কাছছাড়া করে না কখনও।’
মাধ্যমিকেও দু’বোন কাছাকাছি নম্বর পেয়েছিলেন। বোনের থেকে ১৫ মিনিট আগে জন্মানো চিন্ময়ী পেয়েছিলেন ৪১০ ও মৃন্ময়ী পেয়েছিলেন ৪০৮। আপাতত ইংরেজি নিয়ে পড়তে চান তারা। দুই বোনেরই স্বপ্ন পুলিশ হওয়ার।