বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন

আজকের রাশিফল

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১১৯ বার পড়া হয়েছে

আজ (রোববার) ১০ জুন’২০১৮

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করুন। প্রতিপক্ষের তৎপরতা বাড়তে পারে। সতর্কতার সাথে কাজ করুন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে তাগাদা দিন। যোগাযোগ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। নিজের ভুলে ক্ষতিগ্র¯ হতে পারেন। ঠা-া মাথায় কাজ করুন। ব্যবসায় নতুন সুযোগ লাভ হতে পারে। প্রাপ্ত সুযোগের সব্যবহার করুন। মাতৃস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন।

মিথুন (২১ মে-২০ জুন) : প্রতিপক্ষের সাথে আপোষ হতে পারে। ঠা-া মাথায় কাজ করতে হবে। কর্মস্থান পরিবর্তনের প্রয়োজন হতে পারে। কর্মস্থলে কোনরূপ পরিবর্তন হতে পারে। সšানের প্রতি লক্ষ্য রাখুন। প্রেমের ক্ষেত্রে সাবধান থাকুন।

কর্কট (২১ জুন-২১ জুলাই) : কোন দ্রব্য হারাতে পারেন। বৈষয়িক কর্মে সাবধান থাকুন। মাতৃস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। শিক্ষার্থীদের পাঠে অধিক মনোযোগ প্রয়োজন। অংশিদারী ব্যবসায় ও যৌথকর্মে সতর্ক থাকুন। আজ কোন ঝুঁকি নেবেন না।

সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : প্রতিপক্ষের তৎপরতা বাড়তে পারে। সতর্ক দৃষ্টি রাখুন সবদিকে। শারীরিক সমস্যা হতে পারে। জরুরী কাজ পূর্বেই সেরে নিন। কর্মপরিবেশ সাময়িক জটিল হতে পারে। ধৈর্য ধারণে সুফল পাবেন। তাই ধর্য ধরুন।

কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : নানাভাবে কর্মক্ষেত্রে শান্তি পেতে পারেন। সব জায়গায় নতুন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবে অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অর্থস¤দ লাভ হতে পারে। যাত্রা শুভ বলা যায়।

তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : শারীরিক উন্নতি হতে পারে। খেলোয়াড়দের জন্যে শুভ সময়। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করুন। কোন সমস্যার সমাধান হতে পারে। ঠা-া মাথায় কাজ করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : কোন সমস্যার সমাধান হতে পারে। কৌশলে কার্যোদ্ধারের চেষ্টা করুন। সামাজিক ব্য¯তা বাড়তে পারে। বিশিষ্ট ব্যক্তির সং¯র্শে আনন্দ পাবেন। বিলাস দ্রব্য লাভ হতে পারে। অহেতুক ব্যয় এড়িয়ে চলুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ব্যবসায়ীদের জন্যে সময় ভালো নয়। ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে। যৌথকর্মে সতর্ক থাকুন। আজ ভ্রমণের প্রয়োজন হতে পারে। অহেতুক ব্যয় বৃদ্ধির আশংকা রয়েছে। যাত্রা ও যোগাযোগ সতর্ক থাকুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : আর্থিক সমস্যা হতে পারে। আর্থিক কর্মকা-ে সতর্ক থাকুন। ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে। ব্যবসায় সতর্ক পদক্ষেপ নিন। যৌথকর্মে সমস্যা হতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : মানসিক অস্থিরতায় কাজের ক্ষতি হতে পারে। কাজে মনোযোগ দানে সুফল পাবেন। মাতৃস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। শিক্ষার্থীদের পাঠে অধিক মনোযোগ প্রয়োজন। দুর্ঘটনার আশংকা রয়েছে। পথ চলতে সতর্ক থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : গৃহে অতিথি আসতে পারে। কোন সুসংবাদে আনন্দ পাবেন। আজ ভ্রমণ শুভ হবে। কারও সাথে বিরোধ হতে পারে। অহেতুক ব্যয় বৃদ্ধির আশংকা রয়েছে। আর্থিক কর্মে সতর্ক থাকুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর