রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই নারীসহ আট জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ অভিযান চালানো হয়। তবে প্রাথমিক অবস্থায় আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।
শনিবার সকাল থেকে ঈদের ফিরতি টিকেট বিক্রি শুরু হয়। তবে ২০ মিনিটের মাথায় বিক্রি বন্ধ করে দেয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, টিকিট কালোবাজারি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারীসহ আটজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
স্টেশন সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফা বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। স্টেশন ম্যানেজারকে বলেন। তবে এ নিয়ে কথা বলতে স্টেশন ম্যানেজারকে পাওয়অ যায়নি।