নিজস্ব প্রতিনিধিঃকারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ৪ জন চিকিৎসক দেখা করতে গেছেন।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে পুরাতন কারাগারে পৌঁছান ওই ৪ চিকিৎসক।
বিএনপি নেত্রীর প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকরা বিকেল ৪টা ১০ মিনিটে কারাগারে প্রবেশ করেন।
চিকিৎসক দলে রয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ এফ এম সিদ্দীকী, নিউরো সার্জন ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস ও ডা. মামুন রহমান।