শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন ব্যক্তিগত চিকিৎসকরা

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃকারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর জানতে কারাগারে যাচ্ছেন তাঁর ব্যাক্তিগত চিকিৎসকরা। আজ শনিবার বিকাল ৩ টার দিকে খালেদা জিয়ার চার চিকিৎসককে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা হলেন- এস এম সিদ্দিকী, ওয়াহেদুর রহমান, আবদুল কুদ্দুস, মো. মামুন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।
খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে তাঁর দল বিএনপির পক্ষ থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার কথা বলা হয়। তবে কারা কর্তৃপক্ষ বলছে, খালেদা জিয়ার অসুস্থতা গুরুত্বর নয়, তাঁর সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর