শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন

বাজেটের সমস্যা আকারে নয়, বাস্তবায়নে: সানেম

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃগবেষণা সংস্থা সাউথ এশিয়ান সেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং-সানেম এর মতে, বাজেটের সমস্যা আকারে নয়, বাস্তবায়নে। আর এক্ষেত্রে রাজনৈতিক, অর্থনীতির ভূমিকা গুরত্বপূর্ণ। কারণ বাস্তবায়নে রাজনৈতিক অনিচ্ছা রয়েছে। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনায় এসব মন্তব্য করে সংস্থাটি।

সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন,বাজেট বাস্তবায়নের সঙ্গে অর্থনীতির সূচকের সম্পর্কও ভালো নয় ।

তিনি আরো বলেন, ‘রাজস্ব আয়ের লক্ষমাত্রা পূরণ হবেনা। সেই সঙ্গে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে কোনো নির্দেশনা নেই। কর জিডিপির অনুপাতও সুবিধাজনক নয়। ফলে অনেক লক্ষই পূরণ করা সম্ভব হবেনা। তিনি বলেন, অর্থনীতির জন্য বড় ধরনের বিনিয়োগ দরকার। কিন্তু বড় প্রকল্প বাস্তবায়নে দক্ষতার ঘাটতি রয়েছে,প্রকল্প বাস্তবায়নে বাড়ছে খরচ ও সময়। প্রস্তাবিত বাজেট নির্বাচনমুখী হওয়ায় খরচ করার প্রবণতা বাড়বে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর