বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন

পুলিশ কর্মকর্তা এতিম শিশুদের ঈদ উপহার দিলেন

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নিজের ঈদ বোনাসের টাকা বাঁচিয়ে মাদ্রাসার এতিম এবং দরিদ্র শিশুদের ঈদ উপহার দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায় যে, পুলিশের এই কর্মকর্তা তার ঈদ বোনাসের টাকা দিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বাছট গ্রামের বাছট বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সব এতিম ও দরিদ্র শিশু এবং মাদ্রাসার শিক্ষকদের ঈদের নতুন পোশাক উপহার দিলেন শুক্রবার ।

এ্যাডিশনাল ডিআইজি শেখ নাজমুল আলমের পক্ষে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর আমিনূর রহমান মাদ্রাসায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আজ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি বলেন,”সমাজের অনগ্রসর মাদ্রাসার এই এতিম এবং দূস্থ শিশুদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দেওয়ার এই মহান প্রয়াস আমার মতো শত শত পুলিশ সদস্যদেরকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে।” তিনি শিশুদের উপদেশ দিতে যেয়ে বলেন,” তোমরা বড় হয়ে প্রিয় নবীজির মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের শান্তির বাণী ঘরে ঘরে পৌছিয়ে দিবে।” পুলিশ কর্মকর্তার এই উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জয়নাল আবেদীন বলেন,” এই মাদ্রাসার এতিম শিশুদের বেশির ভাগ অভিভাবকদেরই আর্থিক সামর্থ্য নেই ঈদে তাদের শিশু সন্তানদের নতুন পোষাক কিনে দেওয়া। কিন্তু জয়েন কমিশনার শেখ নাজমুল আলম স্যারের দেয়া এই উপহারগুলো এই এতিম এবং দরিদ্র শিশুদের ঈদ আনন্দের পরিপূর্ণতা এনে দিবে বলে আমার বিশ্বাস।”

মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিজান উপহার দাতা সাদা মনের পুলিশ কর্মকর্তা শেখ নাজমুল আলমের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন,” সমাজের সব বিত্তবানদেরই এতিম এবং দরিদ্র শিশুদের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দেওয়ার চেষ্টা করা উচিৎ।”

ঈদ উপহার হস্তান্তরের আগে বাছট শাহী জামে মসজিদের জুমার নামাযে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান কালে এলাকবাসীকে মাদক এবং জঙ্গীবাদ নির্মূলে পুলিশকে সহায়তার আহ্বান জানান ওসি আমিনূর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশরাফ উন নবী, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু,মাদ্রাসার কোষাধ্যক্ষ নুরুল ইসলাম,সহ-সভাপতি শামসুর রহমান পিন্টু,বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সভাপতি আব্দুর রহমার বিশ্বাস, বাছট শাহী জামে মসজিদের কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন মেম্বার, মাদ্রাসার উপদেষ্টা মজিবুর রহমার, যুগ্ন সম্পাদক আমিনূল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা হাসিবুল হাসান সোহেল এবং এডভোকেট ওমর ফারুক প্রমুখ।

পরে মাদ্রাসার সব অনুদান দাতাদের এবং বিশ্বে শান্তি কামনায় একটি বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর