বিনোদন: বর্তমানের কারাগারের রয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। খানিকটা অসুস্থও তিনি। তার পরিবারের সাথে কথা বলে এমনটাই জানা যায়। তবে একদমই দমে যাননি তিনি। তাকে গ্রেপ্তার করার মুহূর্ত থেকে এখন পর্যন্ত তার নিজের কথায় অটল তিনি।
শিল্পী সমাজের বিভিন্নজন যখন একটি সমঝোতার কথা বলছেন সেই সময় তার পরিবার ঠিক এই বিষয়ে কী ভাবছেন তা জানতে চাওয়া হয়েছিল। আসিফের সহধর্মিণী এই মুহূর্তে খুব একটা কারো সাথে কথা বলছেন না।
তার পরিবারের একজন জানান, আসিফের সাথে গতকাল শেষবার দেখা হয় তাদের। আপোসের কথা বললে আসিফ বলেন, ‘কোনো ধরনের মাথানত করবেন না তিনি। যার কারণ তিনি কোনো অপরাধ করেননি। এমন কথা আসিফ আদালতে বিচারকের সামনে