শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

এবার ৫০ বিদেশি ঈদ ‘ইত্যাদি’তে

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন: এবারের ঈদ ‘ইত্যাদী’তে অংশ নিচ্ছেন প্রায় ৫০ জন বিদেশি নাগরিক। এরমধ্যে ২৫ জন নৃত্য ও বাকিরা অভিনয় করবেন। অল্প ক’দিনের মহড়ায় বাংলায় বিভিন্ন সংলাপ আয়ত্ত করে এই বিদেশিরা এবারও চমৎকার অভিনয় করেছেন বলে দাবি নির্দেশক হানিফ সংকেতের।
হানিফ সংকেত বলেন, ‘মাত্র কয়েকদিনের পরিচয়ে কয়েকদিনের মেলামেশায় বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন হয় তা কখনোই ভোলার নয়।’
অনুষ্ঠানে অংশ নেয়া পতুগার্লের নাগরিক জন ভ্যান রিজন বলেন, ‘ইত্যাদির শ্যুটিং এ এসে মনে হয় পিকনিকে এসেছি। ভালো লাগে হানিফ সংকেতের সমাজ সচেতনতামূলক কাজ।’
ডাচ্ নাগরিক ইরিন বলেন, ‘আমি অনেকের কাছে ইত্যাদির গল্প শুনেছি এবং ইত্যাদিতে এসে বুঝলাম ইত্যাদিতে না এলে আমি অনেক কিছু মিস করতাম। শ্যুটিংয়ের পুরো দিনটাই আনন্দে কেটেছে।’
ব্রিটিশ নাগরিক ক্রেইগ বলেন, ‘ইত্যাদি টিম খুবই ভালো, অর্গানাইজড-আমি ইত্যাদিকে ভালোবাসি। এই নিয়ে তিনবার আমি ইত্যাদিতে অংশ নিলাম।’
‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসেমটিকস্ লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর