বিনোদন: মাঝে মাঝেই নানা কারণে সংবাদের শিরোনাম হন বিতর্কিত মডেল ও অভিনেত্রী আরশি খান। কখনো ঘোষণা দিয়েছেন ভারত জিতলে নগ্ন হবেন তিনি। আবার পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়ে টুইট করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক বিগ বস প্রতিযোগী ও মডেল-অভিনেত্রী আরশি খান। সেই টুইটে তিনি বলেন, ‘হ্যাঁ আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক ছিল। কারও সঙ্গে ঘুমাতে কী ভারতীয় গণমাধ্যমের অনুমতি নিতে হবে? এটি আমার ব্যক্তিগত জীবন। ভালোবেসেই এসব করেছি।’ ২০১৫ সালে করা আরশির সেই টুইট ভারতজুড়ে বেশ আলোড়ন তুলেছিল।
আরশি তখন আফ্রিদিকে বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। সমপ্রতি ‘জাজবাত’ নামের একটি টক শোতে এ নিয়ে ফের কথা বলেছেন আরশি। সেই টুইটের সঙ্গে দুঃখপ্রকাশ করেছেন তিনি। আরশি বলেন, আমি আফ্রিদি সাহেবকে অনেক শ্রদ্ধা করি। তিনি আমার জন্য অনেক করেছেন। সেই টুইটটি করা ভুল ছিল। এমন স্পর্শকাতর বিষয়টি আমার জনসম্মুখে ফাঁস করা উচিত হয়নি।