শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন

এবার আরজে হলেন পূর্ণিমা

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিনোদন: চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে ছোটপর্দার বেশকিছু কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঈদে একটি টেলিছবিতে কাজ করেছেন তিনি। এর নাম ‘হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সে’। এখানে আরজে (রেডিও জকি) চরিত্রে তিনি অভিনয় করেছেন বলে জানান। পূর্ণিমা বলেন, এই টেলিছবিতে আরজে চরিত্রে অভিনয় করেছি। কাহিনীতে দেখা যাবে, রেডিওর এক অনুষ্ঠানের নাম ‘হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সে’।
এই অনুষ্ঠানে ভালোবাসা আর সম্পর্কের নানা টানাপড়েনের সমাধান দেয় একজন আরজে। একদিন আমার হট সিটে অতিথি হিসেবে আসেন রহস্যময় একজন মানুষ। এরপর ঘটতে থাকবে নানান ঘটনা। পূর্ণিমার অতীত জীবনের জটিল এক সমীকরণ শ্রোতাদের সামনে তুলে ধরেন সেই মানুষ। এমনই গল্প নিয়ে ‘হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সে’ টেলিছবিটি। লিখেছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জানা গেছে, এবার ঈদে গাজী টিভিতে সাতটি বিরতিহীন টেলিছবি প্রচার হবে। সাতটি গল্পই নারীদের সাফল্যগাঁথা নিয়ে। গ্রামীণফোন নিবেদিত এই সিরিজের নাম ‘গল্পের আড়ালে জীবনের ছবি’। ‘হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সে’ টেলিছবিতে পূর্ণিমার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। টেলিছবিটি প্রযোজনা করেছে গুড কোম্পানি লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর