বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন

গরমে ঠোঁট সুন্দর রাখার কৌশল

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১৩০ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক:গরমকালে শরীরের সব অংশেরই একটু আলাদা যত্ন নেয়া প্রয়োজন হয়। ঠোঁটেরও গরমকালে দরকার হয় বিশেষ যত্নের। যদিও অনেকের ধারণা কেবল শীতকালেই ঠোঁটের বিশেষ যত্ন প্রয়োজন। আসলে তা ঠিক নয়।

বাংলাদেশি নারী পুরুষরা ঠোঁটের যত্ন এক শীতকালেই করে থাকে। শীতকাল ছাড়া তারা ঠোঁটের যত্ন নেয় না বলে ফলাফল সরূপ আবার ঠোঁট হয় রুক্ষ, শুষ্ক, মলিন ও কালচে। এই গরমে হাত, পা, ত্বক ও চুলের পাশাপাশি যত্ন করুন আপনার ঠোঁটেরও। গোলাপি ও কোমল ঠোঁট পেতে এই গরমে যা যা করবেন :

১. সপ্তাহে অন্তত দুইদিন চিনি, মধু ও লেবু দিয়ে ঠোঁট স্ক্রাবিং করবেন।

২. প্রতিদিন তুলা কাঁচা দুধে ভিজিয়ে ঠোঁট মুছে নিন।

৩. গরমকাল হলেও ভালো একটা লিপবাম বা লিপজেল ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর