শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন

মাতৃগর্ভে শিশুর নড়াচড়া খেয়াল রাখছেন তো?

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মায়ের গর্ভে শিশুর নড়াচড়া গণনা করা একটি অতি সাধারণ পরীক্ষা। ২৮ সপ্তাহের পর থেকে প্রসব পর্যন্ত বাচ্চার নড়াচড়া গোনা হয়ে থাকে। খেয়াল রাখতে হবে যে সময়টাতে বাচ্চা বেশি নড়ে, সেই সময় অনেকটা সময় হাতে নিয়ে আরাম করে বসে অথবা বা দিকে কাত হয়ে শুয়ে থাকতে হবে। বাচ্চার প্রতি নড়াচড়া একটা কাগজে দাগ দিয়ে রাখা ভাল। গর্ভস্থ শিশুর ভালমন্দ অনুধাবন করার জন্য শিশুর নড়াচড়া পরীক্ষাটি সহায়ক এবং তা ব্যথা ও আঘাতমুক্ত।

কিন্তু এই পরীক্ষা খুব নির্ভরযোগ্য নয়। কারণ এতে মায়ের সচেতনতা এবং ঐকান্তিকতা অপরিহার্য। মা বাচ্চার সব নড়াচড়া নাও বুঝতে পারেন। যখন বোঝা যাবে বাচ্চা চটপটে আছে, মা সচরাচর নিশ্চিত হবেন। এটাই এই পরীক্ষার সুবিধা। তবে মা যদি মনে করেন, বাচ্ছার যতটুকু নড়াচড়া করার কথা ততটুকু নড়ছে না, তখন মাকে সন্ত্রস্ত করে তোলার ক্ষমতাও এই পরীক্ষার আছে। তবে বাচ্চার নড়াচড়া সত্যিই কম হলে কালবিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এভাবে সম্ভাব্য দুর্ঘটনা থেকে মা তার বাচ্চার প্রাণ রক্ষা করতে পারেন।

সূত্র: গুগল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর