বাবুগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল ৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন।
শুক্রবার বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন বলেন, বরিশাল ৩ আসনে আ’লীগের আমি একজন মনোনয়ন প্রত্যাশী । তবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল-৩ আসনে যাকে প্রার্থী হিসেবে ঘোষনা দিবেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ তার পক্ষে কাজ করবে।
মনোনয়ন প্রত্যাশী ঘোষনা শেষে ইফতার ও মিলাদ মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ স্লোগানের মাধ্যমে তাকে বরিশাল-৩ আসনের প্রার্থী হিসেবে সমর্থন জানায়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তারুজ্জামান মিলনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আ’লীগের সহ সভাপতি আঃ মান্নান হাওলাদার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আঃ মতিন রাঢ়ী, বরিশাল জেলা পরিষদের সদস্য ফারজানা বিনতে ওহাব,মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল চিশতী।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ পাল,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহারিয়ার আহম্মেদ শিল্পী, এ্যাড. সামসুজ্জামান সোহেল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, মহিলালীগ সভাপতি সেতার বেগম,ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, জয়নাল আবেদীন, যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ছাত্রলীগ যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা কাজী ইয়াসিন আরাফাত সোহেল, প্রসেনজিৎ দাস অপু, ওবায়দুল হক জুয়েল, মোঃ ফাইজুল হক, কাওসার মাহমুদ মুন্না, আকিব মেহেদী ও তুষার প্রমুখ।