বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন

ঈদকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: আইজিপি

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের জামাত ঘিরে হুমকি না থাকলেও জঙ্গি তৎপরতাসহ যে কোনো নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশর মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে বার্ষিক আজান, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা কোনো ধরনের আশঙ্কা করছি না। তবে আমাদের প্রস্তুতি রয়েছে যেকোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য। আমরা যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি তা জনগণের সহযোগিতায়। মানুষ যদি সচেতন থাকে, ঈদের জামাতের আগে ও পরে যে ধরনের সতর্কতা প্রয়োজন, তা আমরা সফল করতে পারব।

তিনি বলেন, জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা না গেলেও তাদের সক্ষমতা গুঁড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। আগামীতে যেন জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।’

এবারের ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ফলে, প্রতিটি জামাত নিরাপদে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর