নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন কেনাকাটায় কোনো ভ্যাট নেই বলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইন কেনাকাটায় পাঁচ শতাংশ ভ্যাট বসানোর কথা জানানো হয়।
শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই বিষয়টি নিয়ে জানতে চান একজন গণমাধ্যমকর্মী।
অর্থমন্ত্রী বলেন, ভ্যাট তো কেনাকাটার ওপরই থাকে। এতদিন যে কেনাকাটায় ভ্যাট ছিল না, সেটাকে আওতাভুক্ত করা।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘না, এটা আমরা বাদ দিয়েছি।’
এনবিআর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘আপনি বলেন’। আর প্রশ্নকারী সাংবাদিককে বলেন, ‘মনে হয় আপনার প্রশ্নটাই ঠিক না।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি একটু পরিষ্কার করি। আমরা ভার্চুয়াল বিজনেস, যেমন ইউটিউব, ফেসবুক, এগুলোর ওপর ভ্যাট ধার্যয করার একটা প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু অনলাইন বিজনেস আমরা আলাদা করেছি এবং এটার ওপরে ভ্যাট রাখিনি।’
পরে গণমাধ্যমকর্মীরা বাজেট বই তুলে ধরে বলেন, এখানে লেখা আছে। বাজেট বক্তৃতায় রয়েছে, ’বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এ পণ্য বা সেবার পরিসরকে আরও বাড়াতে ভাচুর্য়াল বিজনেস নামে একটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনলাইনভিত্তিক যেকেনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এ সেবার আওতাভুক্ত করা সম্ভব হবে। তাই ভাচুর্য়াল বিজনেস সেবার ওপর ৫ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে।’
সাংবাদিকরা বাজেট বই দেখলে এনবিআর চেয়ারম্যান আবার বলেন, ‘না না, অনলাইন কেনাকাটার ওপর রাখি নাই ভ্যাট।…এটা তাহলে ছাপায় ভুল হতে পারে। এটা আমরা বাদ দিয়েছি আগেই।’