দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলার খাড়িপাড়া থেকে একজন ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, বৃহস্পতিবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোলাগুলির খবর পেয়ে সদর উপজেলার উথরাইল ইউনিয়নের খাড়িপাড়া এলাকায় যায় পুলিশ। সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে নিহত ব্যক্তিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শ্যুটার গান ও একটি সামুরাই ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তাকে মাদক ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।