বাবুগঞ্জ প্রতিনিধিঃ “প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করেছেন, প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে বিষেশ কোটা রেখেছেনে। এছাড়া সরকার দেশে সুবিধা বঞ্চিতদের জন্য ৮৫ প্রকার ভাতা চালু রেখেছে। সরকার অদুর ভবিষ্যতে সরকার ঘরে ঘরে সেবা পৌছে দেবে”। বৃহস্পতিবার (০৭জুন) বাবুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় দৃষ্টি ও বাক প্রতিবন্ধীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমান এসব কথা বলেন। ইফতার পূর্বক আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার হাসিবুল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন সাবেক রাস্ট্রদূত মোয়াজ্জেম হোসেন মানিক, ইউএনও সুজিত হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) বিবি খাদিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন, ওসি আনোয়ার হোসেন, ওসি আব্দুস সালাম, ওসি তদন্ত এ আর মুকুল, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, নূরেআলম বেপারী, মোঃ জয়নাল আবেদীন প্রমূখ।
গত তিন বছর ধরে প্রতিবন্ধীদের সম্মানে উপজেলা চেয়ারম্যান প্রতিবন্ধীদের সম্মানে ইফতারের আয়োজন করে আসছেন। তারই ধারাবাহিকতায় এ বছরও ইফতারের আয়োজনের পাশাপাশি প্রত্যেক প্রতিবন্ধীকে নগদ অর্থ প্রদান করা হয়।