বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন

বানারীপাড়ায় পূণরায় সেলিম চেয়ারম্যানের জায়গা দখল করতে গেলে পুলিশের বাঁধা

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বানারীপাড়া:বানারীপাড়ায় সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম মুক্তিযোদ্ধা এসএম রউফ সেলিম (সেলিম চেয়ারম্যানের) পৈত্রিক সম্পত্তি জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে।সেলিম চেয়ারম্যানের স্ত্রী বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা সেলিম জানান তার স্বামীর সম্পত্তি জবর দখল করতে স্থানীয় যুবলীগ ও যুবদল এবং জামায়াতের একটি গ্রুফ একাট্টা হয়ে কাজ করছেন। গত ১ জুন তাদের দখলে বাঁধা দিতে গেলে একাট্টা হওয়া গ্রুফের ক্যাডার বাহিনী তাকে ,তার প্রতিবন্ধী মেয়ে,ছেলে সহ মোট চার জনকে মারপিট করে আহত করেন। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে প্রশাসন উভয়কে বিরোধীয় সম্পত্তিতে কোন প্রকার কাজ করতে নিষেধ করেন। ফাতেমা সেলিম আরও জানান, ৭ জুন বেলা ১১ টার দিকে ওই জমির মালিক দাবীদার দেলোয়ার হোসেন গংরা দখলকৃত সম্পত্তিতে তৈরী করা ঘরের মধ্যে ইট এনে ফ্লোর পাকা করতে গেলে,পুলিশি বাঁধায় শেষ পর্যন্ত তারা কাজ করতে পারেনি।এ বিষয়ে সরেজমিনে যাওয়া বানারীপাড়া থানার এসআই জুবাইর’র কাছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ইট আনা হয়েছিল তবে পরবর্তীতে তা সরিয়ে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর