বৃহস্পতিবার আর্দশ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর রাজধানীর নারী সেবা সংগঠনের পক্ষ থেকে এগুলো বিতরণ করা হয়।
এসময় পটুয়াখালীর বীরঙ্গনাদের মধ্যেও রিজিয়া বেগম, মনোহাড়া বেগম, আনোয়ারা বেগম, ফুলবড়ু, ছয়তুননেছা, জামিলা খাতুন, হাজেরা বেগম বস্ত্র বিতরণে অংশ নেন।
এর পূর্ব থেকে উল্লেখিত সংগঠনটি বীরাঙ্গনাদের মাঝে স্বাস্থ্য সেবা এবং প্রতিমাসে অর্থনৈতিক সাহার্য করে আসছে। এসময় উপস্থিত বীরঙ্গনারা জানান, পটুয়াখালীর পাঁচ রাজাকারের বিরুদ্ধে আর্ন্তজাতিক ট্রাব্যুনালে চলামন একটি মামলা রেষ ধরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুই ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মামলা বিচারাধিন রয়েছে। ওই মামলাটি উঠিয়ে নিতে আসামি পক্ষরা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছেন।