রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে জাতীয় অন্ধ সংস্থার দুঃস্থ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে হামিদপুর নওদাপাড়া পাইলট হাই স্কুল ভবনে ৯০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ঈদ সামগ্রী চাল, চিনি, সেমাই ও শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জাতীয় অন্ধ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক খান প্রমূখ।