আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। ২৭ রমজান থেকে থেকে ঈদের পঞ্চম দিন (১২ জুন থেকে ২০ জুন) পর্যন্ত এ বিরতির ঘোষণা দেন তিনি।
আফগান প্রেসিডেন্ট তালেবানদের বিরুদ্ধে অভিযানকে স্থগিত করার নির্দেশ দিয়ে বলেন, তাদের সঙ্গে লড়াই ২৭ রমজান থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত স্থগিত থাকবে। তবে অন্য সন্ত্রাসী সংগঠন যেমন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুদ্ধ চলবে।
এ বিষয়ে গানি তার টুইটে বলেছেন, এই যুদ্ধবিরতি তালেবানদের জন্য একটি সুযোগ। তাদের বোঝা উচিৎ এই সহিংস কর্মকাণ্ড তাদের বিজয় আনবে না বরং বিচ্ছিন্ন করবে।
সরকারের কর্মকর্তারা বলছেন, মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিয়েছেন।