নিজস্ব প্রতিনিধিঃ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গণমুখী বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ্।সেই সঙ্গে এর মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘নির্বাচনের বছর হলেও এটি নির্বাচনী বাজেট নয়, গণমুখী বাজেট। অতিরিক্ত করারোপ না করায় বাজেটের মধ্যদিয়ে জনজীবনে স্বস্তি ফিরে আসবে। বিরোধিতার খাতির বাজেট না পড়েই বরাবরের মতো সমালোচনা করবে বিএনপি।’