আন্তর্জাতিক ডেস্ক ঃ গুয়াতেমালার অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। তাছাড়া এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ২০০ জন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এদিকে দেশটির ভূমিকম্প, অগ্নুৎপাত ও আবহাওয়া বিষয়ক প্রতিষ্ঠান ইনসিভুমেহ, মঙ্গলবারের শুরুতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হলে সর্বোচ্চ সর্তকতা জারি করে। পাশাপাশি স্থানীয়দের সেখান থেকে সরিয়ে দেওয়া ও উদ্ধারকাজের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
রোববার (৩ জুন) গুয়াতেমালার রাজধানীর ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফুয়েগো নামের এই আগ্নেয়গিরিটি জেগে উঠে। ছড়িয়ে পড়তে থাকে ছাই। রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই আগ্নেয়গিরির লাভা-ছাইয়ে আক্রান্ত হতে থাকে বারানকাস দে সেনিজাস, মিনারেল, সেকা, তানিলুয়া, লাস লাজাস, বারানকা হোন্ডাসহ অনেক জনপদ।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার এই অগ্নুৎপাতে প্রায় ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এই আগ্নেয়গিরিতে সর্বপ্রথম ১৯৭৪ সালে অগ্ন্যুৎপাত হয়। তারপর থেকে নিয়মিত বিরতিতে এর লাভা-ছাই ছড়াতে থাকে।