আন্তর্জাতিক ডেস্ক:আগামী ২০ জুন পর্যন্ত জঙ্গিগোষ্ঠী তালেবানের সঙ্গে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বৃহস্পতিবার এক টেলিভিশন বক্তৃতায় ঘানি বলেন, আইএসের মতো অন্যান্য সশস্ত্র গোষ্ঠির বিরুদ্ধে তাদের লড়াই অব্যহত থাকবে।
তবে, সশস্ত্র এই গ্রুপটি এই প্রস্তাবে সম্মত হয়েছেন কিনা তা তাৎক্ষণিক স্পষ্ট নয়।
এর আগে চলতি সপ্তাহে আফগান সরকারের সঙ্গে ইসলামি চিন্তাবিদদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইসলামি চিন্তাবিদরা তালেবানের সঙ্গে অস্ত্রবিরতিতে পৌঁছানোর সুপারিশ করেছিলেন।
বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দেওয়ার পর একটি টুইট করেন আশরাফ ঘানি। সেখানে তিনি লিখেছেন, ‘এ অস্ত্রবিরতি তালেবানের উপলব্ধির জন্য একটি সুযোগ। তাদের উপলব্ধি করতে হবে যে সহিংস প্রচারণা দিয়ে হৃদয়কে জয় করা যায় না বরং তা আরও বিচ্ছিন্ন হয়ে যায়।’
তবে আশরাফ ঘানির এ সিদ্ধান্তে কারও কারও দ্বিমত রয়েছে। আফগানিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আতিকুল্লাহ আমারখেলের আশঙ্কা, এ অস্ত্রবিরতি তালেবানকে পুনঃসংগঠিত হওয়ার সুযোগ করে দেবে।
রয়টার্সকে তিনি বলেন, ‘সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি থেকে এটি কোনও ভালো পদক্ষেপ নয়। এর মধ্য দিয়ে শত্রুরা আরও হামলা চালানোর জন্য নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ পাবে।’ সূত্র: আল জাজিরা