বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ২

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসচাপায় স্কুলছাত্র তুর্য্য ভট্টাচার্য্য ও মো. আকাশ নামে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুর্য্য নলছিটির পার্শ্ববর্তী বাকেরগঞ্জের মিলন ভট্টাচার্য্যের ছেলে এবং স্থানীয় জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মো. আকাশ ভ্যানচালক ছিলেন। তবে তার এখনো পুরো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে স্কুলে যান তুর্য্য। ওই সময় স্কুলেই সামনে দাঁড়িয়ে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, বাসচাপায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। বর্তমানে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর