বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন

জানাজা পড়িয়ে ফেরার পথে প্রাণ গেল শিক্ষকের

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনায় জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী ট্রাকচাপায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদরের বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি হলেন, বরগুনা সদর উপজেলার বড়মিয়া হাটখোলা এলাকার আবদুল লতিফের ছেলে মাওলানা আবদুস সাত্তার (৪৫)। তিনি বরিশালের একটি মাদরাসায় সহ-সুপার পদে কর্মরত ছিলেন।

জানা যায়, নিজের ফুফা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন সত্তার। পরে নিজেই মৃতের জানাজা পড়ান। বুধবার দুপুরে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় আসলে একটি তেলবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, বুধবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর