বুধবার পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল হলরুমে ‘মুজিব’স বাংলাদেশ: উপকূলীয় ও সমুদ্র পর্যটন বিকাশের সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, কুয়াকাটার প্রধান মাস্টারপ্ল্যানকে কেন্দ্র করেই আজকে আমাদের এখানে আসা। সব মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে আজকে আমাদের আলোচনা ফলশ্রুতি হয়েছে। এরই মধ্যে সেন্টমার্টিন-কুয়াকাটা-সুন্দরবন নৌপথে সি-ক্রুজের মাধ্যমে পর্যটকদের ভ্রমণের সব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক হয়েছে। আশা করি এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে কুয়াকাটার সব সমস্যার সমাধান হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ।