বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন

কুয়াকাটা থেকেই সুন্দরবন-সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ: পর্যটন প্রতিমন্ত্রী

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সাগরকন্যা কুয়াকাটার উন্নয়নকে কেন্দ্র করে মাস্টারপ্ল্যান হয়েছে। এ প্ল্যানে সুন্দরবন, কক্সবাজার ও সেন্টমার্টিনকে যুক্ত করা হচ্ছে। ফলে কুয়াকাটা থেকেই নৌপথে সুন্দরবন, কক্সবাজার ও সেন্টমার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা।

বুধবার পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল হলরুমে ‘মুজিব’স বাংলাদেশ: উপকূলীয় ও সমুদ্র পর্যটন বিকাশের সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, কুয়াকাটার প্রধান মাস্টারপ্ল্যানকে কেন্দ্র করেই আজকে আমাদের এখানে আসা। সব মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে আজকে আমাদের আলোচনা ফলশ্রুতি হয়েছে। এরই মধ্যে সেন্টমার্টিন-কুয়াকাটা-সুন্দরবন নৌপথে সি-ক্রুজের মাধ্যমে পর্যটকদের ভ্রমণের সব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক হয়েছে। আশা করি এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে কুয়াকাটার সব সমস্যার সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর