এর আগে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত কল্পনা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈলাহাটি গ্রামের দীনেশ চন্দ্র বর্মণের মেয়ে। গ্রেফতারকৃত অঞ্জু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, ১০ মার্চ সকালে কাজের জন্য বাসা থেকে বের হন কল্পনার মা-বাবা। এ সময় কল্পনা ও অঞ্জুর ঝগড়া হয়। একপর্যায়ে অঞ্জু কল্পনাকে শ্বাসরোধ করে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যান। দুপুরে কল্পনার বাবা বাসায় ফিরে দরজায় তালা দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর নাতনি জুঁইয়ের কান্না শুনতে পেয়ে দরজা ভেঙে ঢুকে কল্পনার লাশ দেখতে পান।
তিনি আরো জানান, এ ঘটনায় কল্পনার বাবা দীনেশ চন্দ্র বর্মণ মামলা করেন। পরে মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার নিজ গ্রাম থেকে অঞ্জুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অঞ্জু কল্পনাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে হত্যার ঘটনায় আসামিকে থানায় নিয়ে আসে র্যাব। বুধবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।