রোববার (১২ মার্চ) সকালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যালয়ে সম্মেলনের পর এই গ্রুপিং নির্ধারিত হয়। সেখানে ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়। যেখানে গ্রুপ এ-তে পড়েছে বাংলাদেশ।
গ্রুপ ‘বি’-তে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। গ্রুপের প্রত্যেকটি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল পাবে পরের রাউন্ড অর্থাৎ সেমিফাইনালের টিকিট।
এদিকে গত দুই বছর বঙ্গবন্ধু কাপ কাবাডির চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার স্বাগতিকদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। এমনটাই জানালেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত আসরের মতো এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জয়।’
তবে গত দুই আসরেরে চেয়ে তৃতীয় আসরে শক্তিশালী হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ইরান, ভারত, পাকিস্তান ও কোরিয়ার মতো দলকে আনার চেষ্টা করেছি। কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় তা সম্ভব হয়নি। এশিয়ান গেমসের আগে আমাদের দলকে বাইরে পাঠিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হবে।’
গ্রুপ এ: আর্জেন্টিনা, বাংলাদেশ, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।
গ্রুপ বি: কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।