নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় বিকাশ প্রতারণার মিথ্যা অভিযোগ তুলে আইয়ুব আলী নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (১২ মার্চ ) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইয়ুব আলী বলেন, গত ৮ মার্চ দুপুরে সদর উপজেলার নাপিত পাড়া বাঁধের মোড় সংলগ্ন রাস্তা দিয়ে ব্যবসায়ীর কাজে যাওয়ার সময় ওই এলাকার জনি এবং রনি নামে দুই যুবক তার ওপর হামলা করে। একপর্যায়ে রাস্তার মোড়ে বেঁধে তার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ সময় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করে ফেসবুকে রকি ভাই নামে পেইজ থেকে ছড়িয়ে দেয়। এরপর মিথ্যা বিকাশ প্রতারণা করার অভিযোগ এনে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ দিলে, ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর থানা থেকে আইয়ুবকে কোর্টে চালান করা হয়। ওই দিন বিকেলে তার বিরুদ্ধে আদালতে বিকাশ প্রতারণার অভিযোগ ১৫১ ধারা প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে খালাস প্রদান করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হামলার পরদিন শুক্রবার বিকেলে ভুক্তভোগী আইয়ুব আলীর বড় ভাই আইনুল আলীকে রনি ও তার ভাই জনি দোকান ভাঙচুরের ক্ষতিপূরণ বাবদ মুঠোফোনে ২০ হাজার টাকা দাবী করেন। এরপর শনিবার (১১ মার্চ) রাতে নওগাঁ সদর মডেল থানায় দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।