বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচটি দেখতে গ্যালারিতে বসে টাইগারদের সমর্থন দিতে চান অনেকেই।

আজ সরকারি ছুটির দিন হওয়ায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহও বেশি। কিন্তু এখানেই ঘটেছে মূল বিপত্তি। টিকিটের জন্য মিরপুর ইনডোর স্টেডিয়াম ও ম্যাচের ভেন্যুর বাইরে টিকিটের জন্য হাহাকার করছেন অনেক দর্শক।

বাংলাদেশের খেলা মাঠে বসে দেখার জন্য শুক্রবার সকাল থেকেই মিরপুর ইনডোর স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন কয়েক হাজার সমর্থক। যাদের অনেকেই বেশ দূর থেকে এসেছেন। দিনের শুরু থেকেই অনেকে লম্বা লাইনে দাঁড়িয়ে গেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষার পরও কেউ সোনার হরিণ নামক টিকিট হাতে পাচ্ছেন না।

টাইগারদের খেলা মাঠে বসে প্রথমবার দেখার জন্য ছোটভাইকে সঙ্গে নিয়ে সাভার থেকে ছুটে এসেছেন শাওন নামের এক দর্শক। কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ব্লাকে বাড়তি টাকা দিয়ে টিকিট কেটেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর