বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

ক্রাইম ফোকাস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

আশরাফ গোলাপ, নেত্রকোণা:সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। এমন দৃশ্যের দেখা মিলেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গ্রাম থেকে শহর, অফিস-আদালত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে।

ঋতুরাজ বসন্তের শুরু থেকেই বইছে শুষ্ক আবহাওয়া পাল্টে যাচ্ছে প্রকৃতি। সাম্প্রতিক সময়ে বৃষ্টি হওয়ায় প্রকৃতি তার আপন খেয়ালে আবহমান গ্রামবাংলায় ধারণ করেছে নতুন রূপ। গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুগ্ধতা ছড়াচ্ছে। আমের মুকুলের সুবাসে মুগ্ধ হয়ে উঠছে মৌমাছিসহ বিভিন্ন প্রজাতির পাখি। ফুটেছে গাছে গাছে নানা রকম ফুল।

উপজেলা নওপাড়া এবং চিরাং ইউনিয়নের সোহেল মিয়া, সোমন, খোকন, হিরন, শাহজাহান, রাসেলসহ একাধিক কৃষক বলেন, গাছে গাছে যেভাবে মুকুল এসেছে, তাতে আমের অধিক ফলন হবে। বড় ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এ বছর আমের ভালো ফলনের আশা করছেন তারা।

কেন্দুয়া কৃষি অফিসার কৃষিবিদ মো. একে এম শাহজাহান কবীর বলেন, চাষিদের গাছের পরিচর্যা করার পাশাপাশি গাছে মুকুল ধরে রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকূল থাকলে এবার আমের ভালো ফলন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর