বরগুনা প্রতিনিধি:বরগুনায় দোকান উদ্বোধনের ২৪ ঘণ্টা না যেতেই জহিরুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে পশ্চিম বরগুনার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জহিরুলের বাড়ি বরিশালের আগরপুরে। তবে বাবা আব্দুল লতিফ সিকদার পুলিশে চাকরি করার সুবাদে বরগুনায় থাকতেন।
স্বজনরা জানান, বরগুনা থেকেই মাস্টার্স পাস করেছেন জহিরুল। সরকারি চাকরি না পেয়ে গতকাল (শুক্রবার) বরগুনায় মুদি দোকানের উদ্বোধন করেন। ব্যবসা শুরুর ২৪ ঘণ্টা পার না হতেই তার লাশ পাওয়া গেল। জহিরুলের বাবা-মা কেউ বেঁচে নেই।
স্থানীয়রা জানায়, জহিরুলের সঙ্গে আব্দুর রব লিচু মাস্টারের ছেলে মিথাসের বন্ধুত্ব ছিল। তারা একত্রে লেখাপড়া করতেন। এজন্য মিথাসের বাসায় ভাড়া থাকতেন জহিরুল।
জানা গেছে, মামাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জহিরুলের। শুক্রবার রাতে মামাতো বোনের সঙ্গে ঝগড়া করে বিছানার চাদরে ফাঁস দিয়ে জহিরুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে জহিরুলের পা মাটিতে লাগানো ছিল। জহিরুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা অনেকের।
বরগুনা থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।